চট্টগ্রামের রাউজানে বিজয় মেলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে ।
দুই পক্ষের আহতদের মধ্যে উপজেলা যুবদলের আহ্বায়ক রহিম উদ্দিন, সদস্য শাকিল হোসেন, মুহাম্মদ রিপন, মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ রবি, পৌর যুবদল সদস্য আবদুস সালাম, মুহাম্মদ রাকিবসহ ১০ জন রয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, রাউজান সরকারি কলেজ মাঠে মাসব্যাপী বিজয় মেলা উদযাপনের আয়োজন চলছে, যা ৫ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল; কিন্তু দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে বিরোধের কারণে উদ্বোধন করা যায়নি। এর মধ্যে শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে বিজয় মেলা উদযাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় গোলাম আকবর খন্দকারের পক্ষের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ জসিম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি হাসান জসিম ও জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জি এম মোরশেদ প্রমুখ।
বিক্ষোভ মিছিলের খবর পেয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা জড়ো হয়ে অপর পক্ষকে বাধা দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে উভয় পক্ষের লোকজন সরে যান।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ রাসেল বলেন, বিজয় মেলা উদযাপনকে কেন্দ্র করে রাউজানে বিএনপির দুই পক্ষ মুখোমুখি অবস্থানে আছে। বিকেলে এর জেরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে মারামারি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
বিডি প্রতিদিন/কেএ