চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় আরো ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে নগরীর কয়েকটি থানার পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। সোমবার চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের জনসংযোগ শাখার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সিএমপির জনসংযোগ শাখার এসআই মো. ইমরান হোসেনের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে। তারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলটির বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের সদস্য। গ্রেপ্তারকৃতরা হলেন- মামনুর রশিদ মামুন (৩৬), তারিকুল ইসলাম (২৬), মো. আশেকুল আলম আশিক (৩৮), মোহাম্মদ এরশাদ (৪৫), ইরাত শরীফ বিজয় (২৪), আব্দুল আজিম অপু (২৪), ইয়াছিন আরাফাত (৩৪), এস এম নাজমুল আলম শুভ (৩১), মো. আসরাফ উদ্দিন সাদমান (১৯), সাজেদা বেগম (৪৩), মো. ইশতিয়াক মুন্না (৩৫), মো. ইলিয়াছ (৫১), মো. মজনু (৫৩), রাজীব দে (৩৮), আদিত্য পাল (২৮), সাইদ ইমতিয়াজ সানি (৩০), আহমদ আলী (৫৪), মো. শাহারিয়ার শাওন (২৮), আব্দুল হান্নান (৫৩), মো. মাসুদ রানা (৪৬), মেহেদী হাসান (২৩), মো. ফরহাদ (২৮), শাহাদাত হোসেন রুমান (৩০), মো. জহির উদ্দিন (৪৭), আবির সেন গুপ্ত (৩০), অনিক সেন গুপ্ত (৩০), মো. কবির (৪০), তানভীর রহমান নওশাদ (৩২), আলী আকবর (৪৭), রেজাউল করিম (৬১), মোহাম্মদ ফারুক (৫৫), মো. ইকবাল হোসেন (৩৪), মো. রাজু (৩০), নোয়াব আলী (৫৫), মো. সেলিম (৫৫), সৈয়দ মো. ওবায়েদ (৩৪), মো. আলমগীর (৩৪), মো. হাসান (৩৫), আহম্মদ আলী (৩৯), মো. সোহাগ (৩৪) ও সাইফুল ইসলাম (২৯)।
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        