চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকার এক নম্বর সড়কের একটি ভবনে দিনে দুপুরে ডাকাতির চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ডাকাতের ছুরিকাঘাতে আহত বাসার এক সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন, বায়েজিদ ও আকাশ। তারা দু’জনই ওই বাসায় গৃহকর্মীর কাজ করতেন।
দুপুরের পর ঘটনাস্থল পরিদর্শনে আসেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। এ সময় পুরো ভবনটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টায় ওই ভবনে ঢোকেন তিনজন। তারা ওই ভবনে আগে কাজ করতেন। ষষ্ঠ তলা ভবনের দ্বিতীয় তলায় থাকতেন মালিক। সকালে তিনজন তার বাসায় আক্রমণ করে। পরে আশপাশের লোকজন টের পেয়ে পুলিশকে খবর দেন। দুইজন পালিয়ে যাওয়ায় একজনকে ধরে ফেলে স্থানীয়রা। আরেকজন পালিয়ে যেতে সক্ষম হন। ডাকাতি করতে আসা আরেকজন ভবন মালিককে বাথরুমে নিয়ে বন্দী করে রাখেন। তাকেও আটক করা হয়। তিনজনই ভবন মালিকের কাজ করতেন।
ঘটনাস্থল পরিদর্শন করে সিএমপি কমিশনার হাসিব আজিজ গণমাধ্যমকে বলেন, দুপুর ১২টায় আইনশৃঙ্খলা বাহিনী খবর পেয়ে পুরো ভবন ঘিরে ফেলে। ভবনটি লোকমান নামের এক ব্যক্তির। তাকে ডাকাতরা বাথরুমে বন্দী করে রেখেছিল। পাঁচ মিনিটের অপারেশনে আমরা তাকে উদ্ধার করি। তিনি কিছুটা আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, তাকে রক্ষায় একটি সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। এ ঘটনায় দুজন ডাকাতকে গ্রেফতার করেছি। আমরা আসার আগেই আরেকজন পালিয়েছে। তাকে ধরতে আমরা অভিযান চালাচ্ছি। ঘটনাটি তদন্ত করে আর কোনো কারণ আছে কিনা তা উদঘাটন করা হবে।
বিডি প্রতিদিন/কেএ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        