চট্টগ্রামে বৈষমীবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে দায়ের করা বিভিন্ন মামলায় গত ২৪ ঘণ্টায় ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সিএমপির বিভিন্ন থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
তার মধ্যে,পটিয়ার ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জাফর আহাম্মদ, আমজাদ হোসেন শিপন, মাহাফুজুর রহমান ফরহাদ, সৈয়দ মাহমুদুল হাসান, আবদুর রহমান সবুজ, শফিউল আলম সবুজ, মো. সেলিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রহিম, বন্দর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফ, কর্ণফুলীর চরপাথরঘাটা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক শফি আলম, বড়উঠান আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল শুক্কুর, ইমতিয়াজ হোসেন, আসিফুর রহমান ফাহিম, শহিদুল ইসলাম, নাসির উদ্দিন, মো. জাহেদ, ফরমান আহমদ, নিজাম উদ্দিন রুবেল।
এছাড়াও গ্রেফতার হন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদুল ইসলাম, মো. কাশেম, আরিফ উল্লাহ ইফতু, নাছির আহমেদ, আনোয়ার হোসেন, মো. জাহেদ, ইমরান হোসেন সাইমন, আলমগীর, ইকবাল হোসেন, শরিফুল ইসলাম হৃদয়, ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক, ফারহান রেজা, মো. এমরান, নাসির উদ্দিন, সাহাব উদ্দিন, ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আলম, জসিম উদ্দিন, সাহিদুল ইসলাম মিনহাজ, রাশেদুল আজাদ ফাইম, করিমুল হক, আদনান মাহাফুজ সজীব ও রেজাউল করিম ইমরান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        