‘স্বাধীনতা-পরবর্তী সময়ে মুজিবের বাকশাল, ধর্মনিরপেক্ষতাবাদ এবং বাম সন্ত্রাসীদের দৌরাত্ম্যে ছাত্রসমাজ যখন দিশেহারা, তখনই ছাত্রসমাজের হাল ধরতে আলোর মশাল হিসেবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামবিরোধী শক্তি ছাত্রশিবিরের বিরোধিতায় লিপ্ত রয়েছে। যুগে যুগে যারাই ছাত্রশিবিরকে দমন করতে চেয়েছে, কালের আবর্তে তারাই আজ নিশ্চিহ্ন হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।’
বৃহস্পতিবার ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর দক্ষিণের বর্ণাঢ্য র্যালি পরবর্তী সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহীম হোসেন রনির সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম ও ব্যবসায় শিক্ষা সম্পাদক মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, ‘বিগত শাসনামলে আওয়ামী লীগকে একটি ধর্মে পরিণত করা হয়েছিল, মুজিব ছিল সেই ধর্মের অঘোষিত নবী। ২০২৪ সালের ছাত্রজনতা এই মুজিববাদী ধর্মের মূলোৎপাটন করেছে। বাংলাদেশে এই ‘আওয়ামী ধর্ম’ আর কখনো প্রতিষ্ঠিত হতে পারবে না।’
এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুনসহ নেতাকর্মীরা প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        