তিন দিন পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন প্রাইমমুভার ট্রেইলার শ্রমিকরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা প্রাইমুভার টেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান বলেন, প্রশাসন আমাদের দাবি মেনে নেওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করেছি।
এদিকে, তিন দিনের কর্মবিরতির কারণে চট্টগ্রামের ১৯টি বেসরকারি ডিপোতে দেখা দিয়েছে কনটেইনার জট। চট্টগ্রাম বন্দরের ভেতরেও বাড়ছে কনটেইনার। এই জট সামাল দিতে বেশ কয়েকদিন সময় লেগে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সীতাকুণ্ডের ডিসি পার্কের কর্মচারীদের সঙ্গে গত মঙ্গলবার রাতে কনটেইনার বহনকারী প্রাইমমুভার ট্রেইলার (লরি) চালক ও সহকারীদের সংঘর্ষ হয়। ওই সময় চট্টগ্রাম জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন পার্কটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। আহত হন উভয় পক্ষের কয়েকজন। এর জেরে লরি শ্রমিকরা ওই রাত থেকেই কর্মবিরতি শুরু করেন। মাঝে কয়েক ঘণ্টা বিরতির পর গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আবারও কর্মবিরতি শুরু হয়। তারা ডিসি পার্কের পোর্ট কানেকটিং রোড গেট বন্ধের দাবি জানান।
কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে পণ্য আনা-নেয়ার কাজে ব্যবহৃত ট্রেইলার চলাচল বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে বন্ধ হয় কনটেইনার পরিবহনও। এর প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দর ও বন্দরসংশ্লিষ্ট বেসরকারি ডিপোগুলোতে।
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন সচিব রুহুল আমিন শিকদার বলেন, ট্রেইলার চালকদের তিন দিনের কর্মবিরতিতে রপ্তানি পণ্যবোঝাই প্রায় ছয় হাজার টিইইউএস (২০ ফুট সমমান) কনটেইনার বন্দরে পাঠানো যায়নি। বর্তমানে ৮ হাজার ধারণক্ষমতার বিপরীতে ডিপোগুলোতে রপ্তানি কনটেইনার দাঁড়িয়েছে ১৩-১৪ হাজার। খালি কনটেইনারও বেড়ে ড়েছে। ৪৫ হাজার ধারণক্ষমতার বিপরীতে এ ধরনের কনটেইনার আছে ৫১ হাজার। অন্যদিকে বন্দর থেকে আমদানি পণ্যের কনটেইনারও ডিপোতে আসছে না।
তিনি জানান, একবার জট দেখা দিলে তা সামাল দিতে হিমশিম খেতে হয়। জমে যাওয়া কনটেইনারের সঙ্গে আরও নতুন কনটেইনার যোগ হবে।
সংশ্লিষ্ট সূত্র জানান, রপ্তানি পণ্যের প্রায় ৯৫ শতাংশ এবং আমদানি পণ্যের ২০ শতাংশ বেসরকারি ডিপোগুলোর মাধ্যমে হ্যান্ডলিং হয়ে থাকে। এসব পণ্য পরিবহন হয় টেইলারের মাধ্যমে। বন্দরকেন্দ্রিক পণ্য বহনকারী প্রায় ১৯ হাজার ট্রেইলার রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        