চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডারের অন্যতম ইমাম সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারীর ৮৮তম খোশরোজ উপলক্ষে মাইজভান্ডার দরবারে হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মসজিদ ও রওজা কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রয়ারি) দুপুরে হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্টের সহযোগিতায় নির্মাণ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী।
এ সময় তিনি বলেন, মসজিদ কমপ্লেক্সে ডিজিটাল পাঠাগার ও ইসলামী রিচার্স সেন্টার থাকবে। ইসলামের খেদমতে এই মসজিদ ব্যাপক ভূমিকা পালন করবে।
খোশরোজ শরীফ উপলক্ষে দেশ-বিদেশের নানা প্রান্তের ভক্তদের উপস্থিতিতে মাইজভান্ডার দরবারের পুরো এলাকা মুখরিত হয়ে উঠছে। ১০ ফেব্রয়ারি দিবাগত রাতে আখেরী মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় ৫ দিনব্যাপী অনুষ্ঠান শেষ হবে। মোনাজাত পরিচালনা করবেন শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী।
বিডি প্রতিদিন/জামশেদ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        