চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমি দায়িত্ব নিয়েছি মাত্র তিন মাস হয়েছে। সামনে বর্ষার দিনে জলাবদ্ধতার নিরসনে রাতদিন কাজ করে যাচ্ছি। অসংখ্য খাল-নালা দ্রুত গতিতে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। ইনশাআল্লাহ নগরবাসীর সহযোগিতা পেলে জলাবদ্ধতা নিরসন হবে বলে আমি আশাবাদী। আমি নগর পিতা নয়, নগর সেবক হতে এসেছি। দ্রুত সময়ের মধ্যে একটি ক্লিন, গ্রীন, হেলদি সিটি উপহার দিবো।
রবিবার নগরীর পশ্চিত বাকলিয়া ডিসি রোডে চিটাগাং এলিট ক্লাবের একযুগপূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম আজাদের সভাপতিত্বে আব্দুল কাদের ও শিহাব খালেদের সঞ্চালনায় অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, নগর বিএনপির সদস্য মোঃ মহসিন, নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, সাবেক কাউন্সিলর একেএম আরিফুল ইসলাম ডিউক, চিটাগং এলিট ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ সোরওয়ার্দী প্রমুখ।
বক্তব্য রাখেন চকবাজার থানা কৃষকদলের আহবায়ক শিহাব খালেদ মুন্না, চকবাজার থানা মহিলাদলের সভানেত্রী কানিজ ফাতেমা, বাকলিয়া থানা যুবদলের সাবেক আহবায়ক ইসমাইল হোসেন লেদু, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জিএম সালাউদ্দিন কাদের আসাদ, মোঃ আনাছ, চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দমুল হক, এলিট ক্লাবের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাশু, প্রচার সম্পাদক রিপন আহম্মেদ, এইচ এম শাহেদ আবদুল্লাহ বাপ্পু, এস.এম.নাসমুল হোসাইন, রশিদ সরোয়ার্দী, আজিজুল হক জুয়েল প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        