চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার মোঘলটুলি এলাকায় এক তরুণীর শ্লীলতাহানীর চেষ্টা করায় এমরান হোসেন রানা (২৮) নামে এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে মোঘলটুলি প্রফেসর লেন এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান এ আদেশ দেন।
ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান জানান, প্রফেসর লেন এলাকায় টিন শেডেড হাফবিল্ডিংয়ের এক বাসায় ওই তরুণী একা পাঁচ মাস ধরে ভাড়া থাকেন। বাড়িওয়ালা দিদার হোসেনের ছেলে রানা বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করত এবং অনৈতিক প্রস্তাব দিত। বুধবার সকালে ছেলেটি ওই তরুণীকে তার ঘরে টেনে নিয়ে জোরপূর্বক শ্লীলতাহানীর চেষ্টা করে। মেয়েটি ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় এবং আশপাশের মানুষকে ডেকে আনে।
স্থানীয় কাউন্সিলর ও ডবলমুরিং থানা পুলিশের সহযোগিতায় বিষয়টি উদঘাটন করে রানাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি জানান, ছেলেটি অষ্টম শ্রেণি পাস ও নিয়মিত ইয়াবা সেবন করে। এর আগে মাদকের মামলায় সে ৯ মাস কারাদণ্ড ভোগ করে এক বছর আগে ছাড়া পেয়েছে। কিন্তু মাদককে সে এখনো সঙ্গী করে রেখেছে। ছেলেটিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৩ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন