ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে খাদিজা আক্তার নামে আট মাস বয়সী এক শিশুকে চুরি করে নিয়ে যাওয়ার সময় চোরকে হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃতের নাম সাহাজ উদ্দিন। তার বাড়ি মানিকগঞ্জে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে মঙ্গলবার রাত ১২টায় শিশু চুরির অভিযোগে সাহাজ উদ্দিনকে আটক করে আনসার সদস্যরা।
হাসপাতাল সূত্র জানা যায়, পেটে পাথরজনিত সমস্যা নিয়ে কেরানীগঞ্জের রুহিতিপুর এলাকার আহসান উল্লাহ্ প্রায় দেড় মাস যাবত হাসপাতালে ভর্তি। সঙ্গে তার স্ত্রী আকলিমা ও শিশু খাদিজা রয়েছে।
রাতে বেসরকারি আয়া রেহেনা শিশু খাদিজাকে নিয়ে পাশের নার্সিং সুপারভাইজার রুমে যাচ্ছিলেন।
এসময় সাহাজ উদ্দিন জোর করে শিশুটিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করছিল। আনসার সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে চোরকে হাতেনাতে আটক করে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৩ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন