রাজশাহীতে এক নারী আইনজীবীর সঙ্গে পুরুষ আইনজীবীর হাতাহাতির ঘটনা ঘটেছে।
আজ বুধবার বিকেলে রাজশাহী বার অ্যাসোসিয়েশনের ১ নম্বর ভবনে এ ঘটনা ঘটে। তবে কী কারণে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী বার অ্যাসোসিয়েশনের ১ নম্বর ভবনে তর্কে জড়িয়ে পড়েন অ্যাডভোকেট শামীম আক্তার হৃদয় ও শামীমা ইয়াসমিন শিখা। বাক-বিতণ্ডার এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আশপাশের আইনজীবীরা এসে তাদের শান্ত করেন। তারা দুইজনই আওয়ামীপন্থি আইনজীবী।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি নাজমুস সাদাত বলেন, ‘বিষয়টি শুনেছি। এখনও পর্যন্ত কোনো পক্ষই আমার কাছে অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/ ১৩ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন