স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘পয়লা বৈশাখ উৎসবের দিন। সবাই এ দিনটিতে একটু বেশি আনন্দ করতেই চাইবে। কিন্তু আমাদের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা। তবে যেখানেই সন্দেহ হবে সেখানেই চেক করা হবে।’
ডিএমপির বিধিনিষেধের ব্যাপারে সাংস্কৃতিককর্মীদের প্রতিক্রিয়া প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। পয়লা বৈশাখের নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে বুধবার বিকেলে রাজধানীর রমনা বটমূলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘রাজধানীর রমনা বটমূলসহ পার্কে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ডগ স্কোয়াড, বোম্ব স্কোয়াড দায়িত্ব পালন করবে। এছাড়াও সোয়াট (SWAT), ডিএমপির গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগসহ (ডিবি) অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রমনা বটমূলে যুগ যুগ ধরে পয়লা বৈশাখে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। তাই এ স্থান নিরাপদ রাখার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও একই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে আমরা নিরাপদে এ দিনটি উদযাপন করতে পারি।’
তিনি আরও বলেন, ‘সিসি টিভি ক্যামেরা দিয়ে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হবে। সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখে কন্ট্রোলরুম থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। মাইকিংয়ের মাধ্যমেও নির্দেশনা দেওয়া হবে। এছাড়াও ফায়ার সার্ভিসের সদস্য ও চিকিৎসকরাও দায়িত্ব পালন করবেন।’
এ সময় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটি) অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলামসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৩ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন