রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে আনসারুল্লাহ বাংলাটিমের ২ জঙ্গিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
বুধবার রাতে ডিএমপি মিডিয়া সেন্টারের ডিসি মারুফ হোসেন সরদার এ তথ্য জানান।
এর আগে মঙ্গলবার রাতে সূত্রপুর থানার ফরাশগঞ্জ এলাকা থেকে ডিবি ও কাউন্টার টেরোরিজমের (সিটি) একটি দলের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ঈদী আমিন ও বিএম মুজিবুর রহমান নামে দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়।
গত ১৯ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় আনসারুল্লাহ বাংলাটিমের একটি প্রশিক্ষণ কেন্দ্রে ও মোহাম্মদপুর এলাকার নবোদয় হাউজিংয়ের ৬ নং রোডের ২৮ নং বাসার ৫ম তলায় নিষিদ্ধ সংগঠনটির একটি বোমা তৈরি কারখানায় অভিযান পরিচালনার সময় সংগঠনটির সদস্যদের সঙ্গে গুলি বিনিময় ও সংঘর্ষে ডিবি পুলিশের এক সদস্য গুরুতর আহত হন। পরবর্তীতে সেখান থেকে সংগঠনের ২ সদস্যকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবি জানায়, তারা দীর্ঘদিন থেকে বোমা তৈরির প্রশিক্ষণ ও বোমা তৈরির উপকরণ কেনায় সহযোগিতা করতো। এছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠনটিকে আর্থিক অনুদান প্রদান ও সংগ্রহে সহযোগিতা করে আসছিলো।
বিডি-প্রতিদিন/ ১৩ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন