বাংলা নববর্ষকে বরণ করতে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সব শ্রেণি, বর্ণ ও পেশার মানুষের মিলনমেলা বসেছে।
বৃহস্পতিবার ভোর থেকেই ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন প্রান্তের মানুষ এই সরোবরে বৈশাখী সাজে জড়ো হচ্ছেন।
এরইমধ্যে রবীন্দ্র সরোবরে বর্ষবরণের ‘আলোকিত বৈশাখ’ শীর্ষক অনুষ্ঠান শুরু হয়েছে। এতে গানে গানে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরছেন শিল্পীরা।
অনুষ্ঠানের প্রথমে ষড়ঋতু নিয়ে একটি নৃত্য পরিবেশন করেন বুলবুল ললিতকলা একাডেমির শিল্পীরা। এরপর শিল্পী ফাহিমা হোসেন চৌধুরী পরিবেশন করেন দু’টি রবীন্দ্র সঙ্গীত, ‘আয়রে মোর ফসল...’ এবং ‘গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ...’। তারপর নজরুলসঙ্গীত পরিবেশন করেন শিল্পী ইয়াসমিন মুশতারী।
নৃত্য-সঙ্গীতে মুগ্ধতা ছড়ান শিল্পী ফেরদৌস ও তার দলের সদস্যরাও।
অনুষ্ঠানের শুরুতেই ধানমন্ডি এলাকার সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান। তিনি বলেন, গত বছরের সব কলঙ্ক, গ্লানি মুছে যাক, শুরু হোক নতুন বছর। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৬/মাহবুব