পহেলা বৈশাখের সকালের কড়া রোদ উপেক্ষা করে ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ঢল নেমেছে নানা বয়সী দর্শনার্থীদের।
ঘন গাছগাছালির মধ্যে খাঁচায় বন্দি হাজারো প্রাণী উপভোগ করছেন তারা। বর্ণিল সাজে শিশু-কিশোর থেকে শুরু করে, যুবক-যুবতী, নারী-পুরুষ সবাই রয়েছেন এই তালিকায়।
বৈশাখী পোশাক পরে হাতে-মুখে অাল্পনা এঁকে শিশু-কিশোরদের পদচারণায় মুখর চিড়িয়াখানা। অফিস ছুটি থাকায় অনেকে এসেছেন পুরো পরিবার নিয়ে। উপভোগ করেছেন বন্য প্রাণীর দর্শন।
সুষ্ঠু পরিবেশে বিনোদন উপভোগের সব ব্যবস্থা নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানার কিউরেটর এসএম নজরুল ইসলাম জানান, প্রাণীগুলোকে সতেজ রাখতে ভিটামিন, মিনারেল দেওয়া হচ্ছে।
চিড়িয়াখানার তথ্য কর্মকর্তা ওয়ালিউর রহমান জানান, প্রবেশ ফি ২০ টাকা দিয়ে সন্ধ্যা পর্যন্ত ভেতরে থাকতে পারবেন দর্শনার্থীরা।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন প্রজাতির দুই হাজার ৬৪৭টি প্রাণী অাছে। এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং দর্শনার্থীদের নির্মল বিনোদন দিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিজস্ব নিরাপত্তারক্ষী ছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে চিড়িয়াখানার ভেতরে ও অাশেপাশের এলাকায়।
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৬/মাহবুব