তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, পহেলা বৈশাখে উৎসব উদযাপন করলে ঈমান নষ্ট হয় না, বরঞ্চ মানুষে মানুষে সম্প্রতি বৃদ্ধি পায়।
বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক উৎসব। এ উৎসব বাঙালির হাজার বছরের সংস্কৃতির বাহন প্রকাশ। এ উৎসব পালন করলে ইমান নষ্ট হয় না, বরঞ্চ মানুষে মানুষে সম্প্রতি বৃদ্ধি পায়।
একই অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'মিথ্যা, হতাশাসহ সকল কালিমা উড়িয়ে দিয়ে নতুন চিন্তায় একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। আজকের দিনে এটাই প্রত্যাশ করি।'
এ সময় বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন ও ফুডবল ফেডারেশনের পরিচালক ফজলুর রহমান বাবুলসহ আয়োজক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ষবরণ অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাজু আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৬/মাহবুব