রাজধানীর বংশালে শুক্রবার ভোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাবিত (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
জানা যায়, ভোর সাড়ে ৬টার দিকে বাসা থেকে বের হয়ে রিকশাযোগে গুলিস্তান যাচ্ছিলেন সাবিত। পথে দুই ছিনতাইকারী গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে টাকা-পয়সা, মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে রিকশা চালক তোফায়েল তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাবিত বংশালের নবাবপুর এলাকার ৩০ নং বুতি মহলে থাকতেন। সেখান থেকে উত্তরায় একটি কাপড়ের দোকানে কাজ করতেন। তার বাবার নাম মৃত মোহাম্মদ আলী।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৬/ এস আহমেদ