রাজধানীর হাজারীবাগে রশি সাহায্যে গলায় ফাঁস দিয়ে মেহেদী হাসান (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
শুক্রবার সকালে হাজারীবাগে টালি অফিস এলাকার ভাড়া বাসায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।
মৃত মেহেদী হাসান গোপলগঞ্জের কোটালীপাড়া সনাকিয়া এলাকার আবদুল রাজ্জাকের ছেলে এবং হাজারীবাগে টালি অফিস এলাকার একটি বাসায় তিনি ভাড়া থাকতেন।
মৃত মেহেদীর ভাই লিটন জানান, কয়েকদিন ধরে তার মাথায় সমস্যা দেখা দেয়। সকালে বাসার বারান্দার রডের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নেন। এ সময় আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনর্চাজ মোজাম্মেল হক জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল, ২০১৬/মাহবুব