বাংলা নববর্ষ উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টায় রেনই-বো হাতিরঝিল মোড়ে তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক জোন প্রায় সাতশো পথচারী যাত্রী, ড্রাইভার ও হেলপারের মাঝে নববর্ষের শুভেচ্ছা হিসেবে এ খাবার বিতরণ করে।
প্যাকেটে মোড়ানো এ খাবারের মধ্যে ছিল বাতাসা, মুড়ুলি, বিস্কুট, কদমা ও গজা ইত্যাদি।
খাবার বিতরণ অনুুষ্ঠানে টিআই সাজ্জাদ হোসেন, সালাহ উদ্দিন প্রধান ও ট্রাফিক পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ আবু ইউছুফ বলেন, পরিবর্তন ও উন্নয়নে আমরা জনগণের আরো কাছে পৌঁছাতে চাই। পুলিশ সম্পর্কে মানুষের বদ্ধমূল ধারণা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। আমরা বিভিন্ন মাধ্যমে জনগণের সাথে সম্পৃক্ত হতে চেষ্টা করছি।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৬/ হিমেল-১৯/বিজ্ঞপ্তি