সিলেট নার্সিং কলেজের ছাত্রীনিবাসে ফাটল দেখা দিয়েছে। গত বুধবার রাতের ভূমিকম্পে ছাত্রীনিবাসের চারতলা ভবনের বিভিন্নস্থানে ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্পে ভবনটি কিছুটা দেবেও গেছে।
আজ শুক্রবার থেকে ঝুঁকিপূর্ণ ছাত্রীনিবাস ছাড়তে শুরু করেছেন ছাত্রীরা।
সরেজমিনে দেখা গেছে- ছাত্রীনিবাসের দেয়াল, কলাম ও ছাদে অসংখ্য ফাটল। ভবন দেবে গিয়ে বারান্দার গ্রীল বাঁকা হয়ে গেছে। ছাত্রীরা কাপড়-চোপড় ও বই-খাতা ব্যাগে ভরে ছাত্রীনিবাস ছেড়ে চলে যাচ্ছে। দূরের অনেক অভিভাবক এসেছেন তাদের মেয়েকে নিয়ে যেতে।
নার্সিং কলেজের স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভানেত্রী হাসনা আলম অমি জানান- ভূমিকম্পের সময় প্রচন্ড ঝাঁকুনিতে ছাত্রীনিবাসের ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই বাইরের মাঠে আশ্রয় নেই। ভূমিকম্প থামলে গিয়ে দেখি পুরো ছাত্রীনিবাসে ফাটল। যে কোন সময় ভবনটি ধ্বসে পড়তে পারে এমন আতঙ্কে ওই রাতেই অনেকে শহরের আত্মীয়-স্বজনের বাসায় চলে যায়। দূরের ছাত্রীরা শুক্রবার হল ছেড়ে চলে গেছে।
ছাত্রীনিবাসের ভারপ্রাপ্ত সুপার খন্দকার জুলফা আক্তার জানান- ভবনে ফাটলের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খবর পেয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুস সবুর মিয়া ছাত্রীনিবাস পরিদর্শন করেছেন। আতঙ্কে ছাত্রীরা হল ছেড়ে চলে যাচ্ছে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিলেটের পরিদর্শক হুমায়ুন কারনাইন বলেন- ‘শুক্রবার আমরা ছাত্রীনিবাসটি পরিদর্শন করে এসেছি। ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।’
বিডি-প্রতিদিন/ ১৫ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন