রাজধানীর পল্লবীতে রান্না ঘরের গ্যাসের আগুনে শাহানা আক্তার (২৯) নামের এক গৃহবধূ দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুরে বিকেলে পল্লবীর ১২ নম্বর সেকশনে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বিকারে শাহানা আক্তার রান্না ঘরে ম্যাচ জ্বালিয়ে গ্যাসের চুলায় আগুন ধরাতে গিয়ে তিনি দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে পল্লবীর ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে বিকাল সাড়ে ৫টার দিকে তাদের ঢামেক হাসপাতালে আনা হয়।
আগুন লাগার বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল, ২০১৬/মাহবুব