ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় একটি সিএনজি থেকে ৬৬ হাজার ৮০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। এসময় গ্রেফতার ৩ মাদক বিক্রেতাকেও হাজির করা হয়।
গ্রেফতাররা হলেন- চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার সেনেরহাট গ্যারাঙ্গিয়া গ্রামের আলী হোসেনের ছেলে ফোরকান উদ্দিন (২১), টেকনাফের মৌলভিপাড়া গ্রামের শাহআলমের ছেলে শাহ জাহান (২৫) ও সাবরাং নয়াপাড়া এলাকার কবির আহমেদের ছেলে মোহাম্মদ হারুন (২১)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ জাকারিয়া জানান, চট্টগ্রাম থেকে একটি বাসে করে সাইনবোর্ড নেমে সিএনজিতে ওঠেন ফোরকান উদ্দিন। ভোর ৫টায় সাইনবোর্ডে পুলিশ চেক পোস্টে দায়িত্বরত উপ-সহকারী পুলিশ সুপার (এএসআই) আসাদ ও তার ফোর্স ওই সিএনজিতে তল্লাশির সময় ফোরকানের সঙ্গে থাকা তিনটি প্লাস্টিকের বোয়াম ও একটি টিনের কোটা থেকে ৬৬ হাজার ৮শ ইয়াবা উদ্ধার করেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয় শাহজাহান ও হারুনকে।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল, ২০১৬/মাহবুব