নারায়ণগঞ্জের পাঠানটুলীতে একটি রফতানিমুখী গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত সোয়া ৯টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই সময়ে ইব্রাহীম গার্মেন্টসে আগুন দেখতে পেয়ে আশেপাশের লোকজন তা নিয়ন্ত্রণের চেষ্টা করে। পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেয়।
নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা বেলাল জানান, আগুনের খবর পেয়ে মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সাভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করে।
প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত জানা যায়নি।
বিডি-প্রতিদিন/ ১৫ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন