চট্টগ্রামে পটিয়ায় কলেজের এক ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে গ্রেফতারের পর আরিফুল ইসলাম (২২) নামে এক বখাটে যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট ও পটিয়ার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ উল্লাহ মারুফ এ আদেশ দিয়েছেন। আরিফ পটিয়া পৌর সদরের ৪ নম্বর ওয়ার্ডের ফুলগাজী বাড়ীর আবদুল মালেকের ছেলে।
নির্বাহী ম্যজিস্ট্রেট মাহমুদ উল্লাহ মারুফ বলেন, পটিয়া সরকারী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে উত্যক্ত করায় দণ্ডবিধির ১৮৬০ এর ৫০৯ ধারায় তাকে এক বছরের সাজা দেয়া হয়।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পটিয়া সরকারী কলেজ থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে কলেজের প্রধান ফটকের সামনে তার পথরোধ করে আরিফ। এ সময় তাকে উত্যক্ত করতে থাকলে পুলিশ এসে আরিফুলকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক বছরের সাজা দেয়া হয়।
বিডি-প্রতিদিন/ ২৯ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন