নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন রিয়াদ (২৬) রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় দ্রুতগামী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। নিহত ইসমাইল হোসেন রিয়াদ উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকার মৃত আসাদুল্লাহর ছেলে। তিনি কাঞ্চন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বিকেল ৫ টার দিকে কুড়িল বিশ্বরোড এলাকায় রেল লাইন দিয়ে পারাপার হচ্ছিল ইসমাইল হোসেন। এসময় হঠাৎ করে দ্রুতগামী ট্রেনে কাটা পড়ে তার পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ইসমাইল হোসেনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইসমাইল হোসেন নিহতের ঘটনায় শোক জানিয়েছেন, নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), উপজেলা আওয়ামী মহিলালীগের সভানেত্রী ও তারাব পৌরসভার মেয়র মিসেস হাসিনা গাজী, থানা আওয়ামীলীগ সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লাসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/এ মজুমদার