রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় শিল্পী (৩০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
খবর পেয়ে শনিবার দিবাগত রাত ১২টার দিকে রসুলপুর এলাকার ওই বাড়িতে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
যাত্রাবড়ী থানার এসআই মো. জাহাঙ্গীর বলেন, রাতে যাত্রাবাড়ী থানার রসুলপুরের ওই বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে শিল্পীকে কুপিয়ে হত্যা করে। এসময় তার ভাবি পারুলকেও (২৫) কুপানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
এসআই জাহাঙ্গীর আরও জানান, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, বহিরাগত বাসায় ঢুকে বা পরিচিতদের মধ্যে কেউ বাসার ভেতর থেকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
বিডি-প্রতিদিন/০২ অক্টোবর, ২০১৬/মাহবুব