‘সন্ত্রাস নয় জঙ্গি নয়, এসো সম্প্রীতির স্বদেশ গড়ি’ -এই স্লোগানকে ধারন করে সিলেটে বিশ্ব অহিংস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সিলেটে মানববন্ধন ও শান্তি পদযাত্রা পালন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। রবিবার সকাল ১১ টায় নগরীর কেন্দ্রিয় শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকরামুল কবীর, ইরফানুজ্জামান চৌধুরী, নারীনেত্রী হাসিনা বেগম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও শান্তির জন্য শুধু রাজনৈতিক নেতৃবৃন্দই নয়; সকল শ্রেণীর মানুষের সমান অংশ গ্রহণের সুযোগ করে দেওয়া উচিত। সন্ত্রাস জঙ্গিবাদ দমনে সকল শ্রেণীপেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। মানববন্ধন শেষে তারা শান্তি পদযাত্রা করেন। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পদযাত্রা শেষ হয়।
বিডি প্রতিদিন/২ অক্টোবর ২০১৬/হিমেল