দুর্নীতির মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) নির্বাহী প্রকৌশলী সাইফুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সকালে নগরীর কোতোয়ালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
দুদক চট্টগ্রাম কার্যালয় সূত্রে জানানো হয়েছে, ৩৩ লাখ ৯৩ হাজার ৫৯১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ একলাখ ৪০ হাজার ৪৫২ টাকার তথ্য গোপনের অভিযোগ আনা হয়। এ অভিযোগে গত ১৭ জুলাই খুলশি থানায় সাইফুর রহমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক হামিদুল হাছান।
বিডি প্রতিদিন/২ অক্টোবর ২০১৬/হিমেল