মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচনের বিষয়ে আমাদের আগ্রহ আছে। এক্ষেত্রে, আওয়ামী লীগের কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি প্রশ্নবোধক কোনও নির্বাচন করতে চান না। তার এই বক্তব্যকে বাস্তবে রুপান্তরের প্রথম পদক্ষেপ হবে নির্বাচন কমিশন গঠন। নির্বাচন কমিশন গঠনে একটি স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। স্বাধীন, শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে যাতে সবাই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সোমবার ধানমণ্ডিতে অবস্থিত ইএমকে সেন্টারে কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাব আয়োজিত 'ডিকাব টক' অনুষ্ঠানে একথা বলেছেন।
ডিকাব সভাপতি আঙ্গুর নাহার মন্টির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক পান্থ রহমান। এই অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ- যুক্তরাষ্ট্র সম্পর্ক, যুক্তরাষ্ট্রে নতুন সরকার, সামরিক ও বাণিজ্যিক সহযোগিতা, রোহিঙ্গা ইস্যূ এবং বাংলাদেশের আসন্ন নির্বাচনসহ বিভিন্ন ইস্যূতে খোলামেলা অভিমত ব্যক্ত করেন।
মার্শা বার্নিকাট বলেন, রাখাইন রাজ্যে সহিংস ঘটনার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। রাখাইন রাজ্যে কেউই যাবার অনুমতি পাচ্ছেন না। রাখাইন রাজ্যে কী ঘটছে তার একটি পূর্ণাঙ্গ, আনুষ্ঠানিক, স্বচ্ছ তদন্ত হওয়া প্রয়োজন। আমরা একই সঙ্গে মিয়ানমারের বর্ডার গার্ডের ওপর হামলার নিন্দা জানাই।
তিনি আরও বলেন, রোহিঙ্গা সঙ্কট নিরসনে বাংলাদেশ যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চেয়েছে এটাকে স্বাগত জানাই। আমরা সকল সমমনা দেশগুলো এটা নিয়ে কাজ করব। রোহিঙ্গা পরিস্থিতি নিবিড় ও সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র।