রফতানিমুখী শিল্পের প্রতি গুরুত্ব দিতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সরকার ২০২১ সালের মধ্যে শিল্পসমৃদ্ধ মধ্যম আয়ের এবং ২০৪১ সাল নাগাদ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষে এগিয়ে যাচ্ছে। তাই আমদানি নির্ভরতা কমিয়ে দেশকে রফতানিমুখী করে তুলতে নতুন নতুন শিল্প স্থাপনে এগিয়ে আসতে হবে উদ্যোক্তাদের। দেশি-বিদেশি বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগাতে বর্তমান সরকার একের পর এক শিল্পাঞ্চল গড়ে তুলছে। যার মধ্যে প্রধান দু'টি হচ্ছে চট্টগ্রামে।
রবিবার বিকালে নগরীর রেলওয়ে ফলোগ্রাউন্ড মাঠে চিটাগাং চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত বাণিজ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের অব্যাহত উন্নয়ন বন্ধ করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার বার হত্যার অপচেষ্টা ও চক্রান্ত করে যাচ্ছে স্বাধীনতা বিরোধিরা। বর্তমান সরকারের আমলেই দেশে অনেক শিল্প কারখানা গড়ে উঠেছে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়ন জাতীয়ভাবে সীমাবন্ধ নয়, আর্ন্তজাতিকভাবেও স্বীকৃতি লাভ করেছে।
আওয়ামী লীগের এই বর্ষিয়ান নেতা বলেন, ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে ৩৮ হাজার টন খাদ্য ঘাটতি নিয়ে যাত্রা শুরু হয়। আজ আমরা খাদ্যে সয়ংসম্পূর্ণ। খাদ্য রফতানি করছি। তার কারণ হলো শেখ হাসিনা ৩০ লাখ শহীদের প্রতীক, বঙ্গবন্ধুর আত্মার প্রতীক। এই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক। মুক্তিযুদ্ধের প্রতীক। তাই তিনি যখন ক্ষমতায় আসেন তখন মনে করেন তিনি আসামির কাঠগড়ায়। সে লক্ষ্যেই তিনি দেশের উন্নয়ন ছাড়া বিকল্প কিছু ভাবেন না, ভাবতে পারেন না।
চেম্বার সভাপতি মাহাবুবুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, বাংলাদেশ শিল্পে ও বাণিজ্যে যে গতিতে এগিয়ে চলেছে, তা বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে। এই অগ্রযাত্রা ধরে রাখতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা অতি জরুরি। তাই আমাদের সবাইকে একযোগে সে লক্ষ্যেই কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এফবিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, মেলার আয়োজক কমিটির চেয়ারম্যান নুরুন নেওয়াজ সেলিম, চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল প্রমুখ। পরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন মন্ত্রী।
বিডি-প্রতিদিন/১৯ মার্চ, ২০১৭/মাহবুব