বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৩৩২টি কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নিচ্ছে ৬১ হাজার ৫৬২ জন পরীক্ষার্থী। আগামী ২ এপ্রিল বরিশাল বোর্ডের ১১৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে তারা। মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ৪৫ হাজার ৮শ’ ২২ জন, অনিয়মিত ১৫ হাজার ৩শ’ ৪৬ জন, জিপিএ উন্নয়ন ৩শ’ ৮২ এবং প্রাইভেট পরীক্ষার্থী ১২ জন।
বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল হক আজিম জানিয়েছেন, ৬১ হাজার ৫৬২ পরীক্ষার্থীর মধ্যে ৩১ হাজার ৯৭৬ জন ছাত্র এবং ছাত্রী ২৯ হাজার ৫৮৬ জন।
এবারও জেলা পর্যায়ে সর্বাধিক পরীক্ষার্থী বরিশালে। এখানে ৪২ কেন্দ্রে পরীক্ষা দেবে ২২ হাজার ৩৩০ জন পরীক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞানে ৪ হাজার ৯৮ জন, মানবিকে ১১ হাজার ৩৪৮ এবং বাণিজ্য বিভাগে পরীক্ষার্থী ৬ হাজার ৮৮৪ জন।
ঝালকাঠির ১৩ কেন্দ্রে ৫ হাজার ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞানে ৭০৭, মানবিকে ২ হাজার ৭৬০ এবং বাণিজ্য বিভাগে ১ হাজার ৫৮৬ জন।
পিরোজপুরের ১৬ কেন্দ্রে ৮ হাজার ১১৫ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞানে ১ হাজার ৩৮৭ জন, মানবিকে ৪ হাজার ২১৮ এবং বাণিজ্য বিভাগে ২ হাজার ৫১০।
পটুয়াখালীর ১৯ কেন্দ্রে ১০ হাজার ৭৭৪ পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞানে ২ হাজার ২০৮, মানবিকে ৫ হাজার ৮৯১ এবং বানিজ্যে ২ হাজার ৬৭৫ জন।
বরগুনার ১২ কেন্দ্রে পরীক্ষার্থী ৬ হাজার ৯২৩ জন। এর মধ্যে বিজ্ঞানে ১ হাজার ২৩৭, মানবিকে ৩ হাজার ৭৭৪ এবং বাণিজ্য বিভাগে ১ হাজার ৯১২ জন।
ভোলার ১৪ কেন্দ্রে ৮ হাজার ৩৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞানে ১ হাজার ৮১০, মানবিকে ৪ হাজার ১০৩ এবং বাণিজ্য বিভাগে পরীক্ষার্থী ২ হাজার ৪৫৪ জন।
বোর্ড চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক জানান, ২ এপ্রিল সারা দেশের সাথে একযোগে বরিশালেও এইচএসসি পরীক্ষা শুরু হবে। বোর্ডের অধীন ১১৬টি কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বিডি প্রতিদিন/৩১ মার্চ ২০১৭/হিমেল