সিলেট ওসমানী মেডিকেল কলেজের সামনের রাস্তায় শুক্রবার সন্ধ্যায় খুন হয়েছেন ছাত্রদল কর্মী ডন হাসান (২৭)। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল যুবক ডনের উপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে খুন করে। এ ঘটনায় আলামতসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
এদিকে, পূর্বের মারামারির ঘটনার প্রতিশোধের জেড় ধরেই ডন হাসান খুন হয়েছ বলে মনে করছে পুলিশ। তাদের ধারনা কিছুদিন আগে ওসমানী মেডিকেল কলেজের সামনে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেন ডন। এ ঘটনার প্রতিশোধ নিতেই অপরপক্ষ ডনের উপর হামলা চালিয়েছে।
এ ব্যপারে সিলেট কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁরা খবর পান ওসমানী মেডিকেল কলেজের সামনে ডন হাসান নামের এক যুবক প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। তাকে চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তখন তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন- ডন হাসান একটি হত্যা মামলার আসামী। সে দুই বছর জেলও খেটেছে। কিছুদিন আগে জেল থেকে বের হয়েই সে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে মারাত্মক জখম করে। ঐ ছাত্রলীগ নেতা তার হত্যা মামলার সাক্ষী ছিলেন। তাই ধারণা করা হচ্ছে- তার (ডন) প্রতিপক্ষরাই শুক্রবার তাকে এখানে পেয়ে কোপায় এবং তার মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে হাতেনাতে তিন জনকে আটক করা হয়েছে জানিয়ে সুহেল আহমদ বলেন- যে ধারালো অস্ত্র দিয়ে ডনকে কোপানো হয়েছে সেই অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে প্রত্যক্ষ্যভাবে জড়িত তিন জন রাব্বী, সাজু ও সাথীকে জিজ্ঞাসাবাদ চলছে।
বিডি প্রতিদিন/১ এপ্রিল ২০১৭/হিমেল