রাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোতে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে মানববন্ধন করছেন ট্যানারি শিল্পের শ্রমিক ও মালিকরা। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ঝিগাতলা-শংকর সড়ক অবরোধ করে রেখেছেন তারা।
মানববন্ধনে হাজারীবাগ থানা আওয়ামী লীগের সভাপতি হাজী ইলিয়াসুর রহমান বাবলু বলেছেন, সাভারের চামড়া শিল্পপার্ক এখনো সম্পূর্ণ তৈরি হয়নি। তারপরও আমরা ট্যানারি সরিয়ে নিতে মাত্র তিনমাস সময় চেয়েছি। সামনে ঈদ, এখন কারখানা বন্ধ হয়ে গেলে আমরা বিশাল ক্ষতির মুখে পড়বো।
সাভারে ট্যানারি স্থানান্তর না করায় সর্বোচ্চ আদালত আগামী বৃহস্পতিবারের মধ্যে হাজারীবাগের ট্যানারিগুলো সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিয়েছেন মালিকদের। গত মাস থেকে হাইকোর্টের নির্দেশে বন্ধ রয়েছে কারখানাগুলোর বিদ্যুৎ ও গ্যাস সংযোগও।
এর আগে সাভারে চামড়া শিল্পনগরীতে হাজারীবাগের ট্যানারি কারখানা স্থানান্তরে সরকারের পক্ষ থেকে একাধিক নির্দেশনা দেয়া হয়। ২০১০ সালের অক্টোবরে ট্যানারি স্থানান্তরে ছয়মাস সময় দিয়েছিলেন হাইকোর্ট। আগামী ঈদ-উল আযহা পর্যন্ত হাজারীবাগে থাকতে চেয়ে ট্যানারি মালিকদের করা সাম্প্রতিক আবেদনও খারিজ করে দেন হাইকোর্ট।
বিডি প্রতিদিন/১ এপ্রিল, ২০১৭/ফারজানা