দেশব্যাপী জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল ও কলেজসহ বিভিন্ন সংগঠন। শনিবার সকাল ১১টায় নগরীর শেরে-ই বাংলা মেডিকেলের সামনে বান্দ রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শেরে-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. সিরাজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কর সাহা, ডা. শরফুজ্জামান রুবেল, বিএমএ বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা. তন্নী জাহানসহ অন্যান্যরা।
এছাড়া মানববন্ধনে নার্সিং এসোসিয়েশন, নার্সিং কলেজ শিক্ষার্থী, মেডিকেল কলেজ ছাত্রলীগ, মেডিকেল কলেজ ৪র্থ শ্রেণির কর্মচারী কল্যাণ পরিষদের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা দেশব্যাপী জঙ্গিবাদ প্রতিরোধের জন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের চলমান পদক্ষেপের প্রসংশা করে বক্তারা এর ধারাবাহিকতা রক্ষার দাবি জানান।
বিডি প্রতিদিন/১ এপ্রিল ২০১৭/হিমেল