'হটাও জঙ্গি বাঁচাও দেশ' এই স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে ঢাকার নবাবগঞ্জে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন করেছে উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগ।
আজ শনিবার দুপুর ১২টায় দোহার-নবাবগঞ্জ কলেজ মূল ফটকের সামনে সংগঠনের নেতাকর্মীরা একযোগে এই মানববন্ধনে অংশ গ্রহণ করে।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। ঠিক সেই সময় স্বাধীনতা ও দেশবিরোধী একটি চক্র জঙ্গিবাদের নামে দেশে আতঙ্ক সৃষ্টির পায়তারা করছে। তিনি সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিষদ সদস্য ওয়াহিদুজ্জামান রনি, জেলা ছাত্রলীগের সভাপতি ইকরামুন নবী ইমু, স্বেচ্ছাসেবকলীগ নেতা সুজন বাবু, আসাদুজ্জামান রনি, শোভন সিকদার, নাহিদুল আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/০১ এপ্রিল ২০১৭/এনায়েত করিম