বরিশাল সিটি করপোরেশনের আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের নগরবাসীর কাছে ক্ষমা চেয়ে স্ব-স্ব কাজে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র আহসান হাবিব কামাল। আজ বিকেলে নগরীর কালুশাহ্ সড়কে সিটি মেয়রের বাসায় আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মেয়র কামাল বলেন, গুটি কয়েক কর্মকর্তা তাদের স্বার্থ সিদ্ধির জন্য দৈনিক মজুরী ভিত্তিক শ্রমিক ও কর্মচারীদের ইন্ধন দিয়ে আন্দোলন করাচ্ছে। একদিকে তারা আন্দোলন করছে, অপরদিকে ওই কর্মকর্তারা রাতের আঁধারে তার এবং কাউন্সিলরদের কাছে অনৈতিকভাবে পদোন্নতির তদবির করছেন। তাদের অনৈতিক দাবি মেনে না নেয়ায় অযৌক্তিক আন্দোলন করে নগরবাসীকে চরম দুর্ভোগে ফেলা হয়েছে। ময়লা আবর্জনায় নগরী ভরে গেছে। এতে নগরবাসী ক্ষুব্ধ হচ্ছে।
মেয়র বলেন, তারা বকেয়া বেতনের দাবিতে আন্দোলনের কথা বলছে। তাদের বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেয়া হলেও তারা কাজে ফেরেননি। ৩৫জন কাউন্সিলরের সাথে জরুরি সভা করে অন্যখাত থেকে টাকা ধার এনে আজ রবিবার দৈনিক মজুরী ভিত্তিক শ্রমিক-কর্মচারীদের ২ মাসের বকেয়া এবং স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের ২ মাসের বকেয়া পরিশোধ ও ৪ মাসের প্রভিডেন্ট ফান্ডের অর্থ বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত হয়। সে হিসেবে তার মেয়াদে দৈনিক মজুরী ভিত্তিক শ্রমিক-কর্মচারীদের মাত্র ১ মাসের বেতন বকেয়া থাকছে। প্রয়াত সাবেক মেয়র শওকত হোসেন হিরনের আমলের ২ মাসের বকেয়া বেতনের দায়িত্ব তিনি নেবেন না।
আজ বকেয়া বেতন ভাতা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে তিনি আন্দোলনরতদের কাজে যোগ দেয়ার আহ্বান জানান। এরপরও যদি কেউ কাজে যোগ না দেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়াসহ ওয়ার্ড কাউন্সিলরগণ তাদের নিজ নিজ ওয়ার্ডে নতুন শ্রমিক নিয়োগ করে বর্জ্য অপসারণসহ জরুরি সেবা চালু রাখবেন বলে সংবাদ সম্মেলনে ঘোষণা তিনি।
তিনি আরো বলেন, বরিশাল সিটি করপোরেশনে বার্ষিক রাজস্ব আয় সর্বোচ্চ ২৫ কোটি টাকা। অথচ কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরদের বেতনভাতা ও সন্মানী বাবদ ২৭ কোটি টাকা প্রয়োজন। এছাড়া জরুরি সেবাসমূহ চালু রাখতে বছরে অর্ধশত কোটি টাকা দরকার। তাই সব সময়ই ঘাটতি লেগে থাকে। যা আগেও ছিলো।
বকেয়া বেতন ভাতার দাবিতে গত সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করে আসছে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। এতে সিটি করপোরেশনের জরুরি সহ সব ধরনের নাগরিক সেবা বঞ্চিত হচ্ছে নগরবাসী। ২০১৩ সালের ১৫ জুন মেয়র নির্বাচিত হওয়ার পর একই বছরের ৮ অক্টোবর দায়িত্বভার গ্রহণ করেন মেয়র কামাল ও তার পরিষদ।
বিডি প্রতিদিন/এ মজুমদার