রাজধানীতে সিটিং সার্ভিস নামে বাসের চিটিংবাজি বন্ধ ও শিক্ষার্থীদের হাফ ভাড়া বাস্তবায়নসহ আট দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে যাত্রী অধিকার আন্দোলন। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
বক্তারা বলেন, সারাদেশে গণপরিবহনে যাত্রী হয়রারি চরম আকার ধারণ করেছে। একদিকে সিটিং বাসের নামে যাত্রীদের থেকে আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া, অন্যদিকে নূন্যতম সেবাও পাচ্ছে না যাত্রীরা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এসব পরিবহনে ভাড়া নির্ধারণ করে দিলেও গুটিকয়েক ছাড়া কেউ মানছে না সেই নির্দেশনা। এসব পরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়টি বরাবরই উপেক্ষিত। এমনকি শিক্ষার্থী পরিচয় দিলে তাদের পরিবহনে উঠানোও হয় না।
রাজধানীসহ সব নগর-মহানগরে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া ও দুরপাল্লার যানে শিক্ষার্থীদের ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার দাবি জানান বক্তারা।
তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- যত্রতত্র যাত্রী উঠা-নামা বন্ধ করতে হবে, ট্রাফিক পুলিশের চাঁদাবাজী বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে, পরিবহন নৈরাজ্য বন্ধে বিআরটিএ’কে কার্যকর করতে হবে।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- যাত্রী অধিকার আন্দোলনের মুখপাত্র দাউদ ফেরদাউসসহ মাহমুদুল হাসান সাকুরী, কেফায়েত শাকিল, মুজাহিদুল প্রমুখ।
বিডি প্রতিদিন/১ এপ্রিল ২০১৭/এনায়েত করিম