স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সরকার ও প্রশাসন যদি আন্তরিক থাকে তাহলে নির্বাচন সুষ্ঠু হয়। শেখ হাসিনার অধীনে সবসময় নির্বাচন সুষ্ঠু হয়েছে। তাই আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। জনগণ যে রায় দেয় আওয়ামী লীগ সরকার তা মেনে নেবে।
আজ শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম চৌধুরী লেকচার হলে যোগাযোগ বৈকল্য বিভাগের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. হাকিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাবি সমাজবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, কলা অনুষদের ডীন অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. সরদার এ নাঈম, বিভাগের শিক্ষক শারমিন আহমেদ প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজনীতিতেও মানসিক প্রতিবন্ধী আছে। রাজনীতির মানসিক প্রতিবন্ধীরা কুমিল্লার নির্বাচন নিয়ে বলে নির্বাচন আনফেয়ার হয়েছে, কিন্তু রেজাল্ট ফেয়ার হয়েছে। এদের কারণে সমাজ অনেক সমস্যায় আছে।
তিনি বলেন, আজকে প্রতিবন্ধীদের নামে ব্যবসা হয়। তাদের নিয়ে নানানভাবে প্রতারণা হচ্ছে। যারা প্রতিবন্ধীদের নিয়ে ব্যবসা করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শেখ হাসিনার নেতৃত্বে প্রতিবন্ধীরা সম্পদ হিসেবে গড়ে উঠছে।
নাসিম বলেন, আমলাতান্ত্রিক জটিলতার জন্য আমরা অনেক কাজ করতে পারি না। প্রতিবন্ধীদের নিয়ে একটি আইন বিষয়ে দেড় বছর ধরে আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে আছে। তবে এই জটিলতা বর্তমানে অবসান হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে।
এ সময় মন্ত্রী যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, এই বিভাগের যত সমস্যা আছে তা সমাধান করা হবে।
এর আগে বিভাগের বর্ষপূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলা ভবনে গিয়ে শেষ হয়। এতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
বিডি প্রতিদিন/১ এপ্রিল ২০১৭/এনায়েত করিম