বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।
রবিবার সকালে রাজধানীর বনানীতে নৌ সদর দফতরে ভারতীয় সেনাপ্রধানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল নৌবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা দুই দেশের সামরিক সদস্যদের প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার উপর গুরত্বারোপ করেন। দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন তারা।
এসময় ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে ও দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স অ্যাটাশেসহ নৌসদরের পিএসও ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২ এপ্রিল, ২০১৭/ফারজানা