রাজধানীর মতিঝিল এজিবি কলোনির একটি বাসা থেকে ফাতেমা বেগম (৪০) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকাল বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ফাতেমা পিরোজপুর সদর উপজেলার কালিকাটি গ্রামের মৃত হোসেন খাঁর মেয়ে।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণতোষ বনিক জানান, ফাতেমা মতিঝিল এজিবি কলোনি, আইডিয়াল জোনের ৯২/১১ নম্বরের ইমামুল হোসেনের বাসায় দীর্ঘদিন ধরে কাজ করতেন।
এসআই প্রাণতোষ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফাতেমা যক্ষ্মারোগে আক্রান্ত ছিলেন। অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/২ এপ্রিল ২০১৭/এনায়েত করিম