জোট গঠন করেই আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশ গ্রহণ করবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ রবিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় যুব সংহতির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন উপলক্ষে আয়োজিত এক যুব সমাবেশে বক্তব্যে এ কথা জানান তিনি।
জোটের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না বলে উল্লেখ করে এরশাদ বলেন, নির্বাচনী জোটের মাধ্যমে শক্তি অর্জন করে আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করবে।
দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, জাতীয় পার্টি এককভাবেই নির্বাচন করে যাতে ক্ষমতায় যেতে পারে তার জন্য যুব সমাজকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং গ্রামে-গঞ্জে গিয়ে জনগণের কাছে জাতীয় পার্টির কথা তুলে ধরে দলকে শক্তিশালী করতে হবে।
জাতীয় যুব সংহতির আহ্বায়ক আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান জিএম কাদের, পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা।
সভায় হুসেইন মুহম্মদ এরশাদ যুব সংহতির নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে নতুন সভাপতি হয়েছেন আলমগীর সিকদার লোটন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ফখরুল আহসান শাহজাদা।
বিডি প্রতিদিন/২ এপ্রিল ২০১৭/এনায়েত করিম