নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় আরও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হলো।
রবিবার দুপুরে চর কিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদী থেকে ফায়ার সার্ভিস ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ডুবুরিরা তাদের মরদেহ উদ্ধার করে বলে জানান সোনারগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান।
তিনি বলেন, ডুবুরিরা রবিবার দুপুরে নদীতে মরদেহ ভাসতে দেখে বাবুল হোসেন (৪৫), কামাল হাওলাদার (২২), ইসমাইল হোসেন (২৩), ফারুক মিয়া (৪০) ও দেবদাস (৩০) নামে ৫ জনের মরদেহ উদ্ধার করেন। তাদের সবার বাসা রাজধানী রামপুরা এলাকায় বলেও জানান এসআই মাকসুদ।
এর আগে, বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রামপুরা থেকে একটি ইঞ্জিন চালিত ট্রলারে করে মতলবের বেলতলি সোলেমান শাহ ওরফে লেংটার মেলায় যাচ্ছিলেন ৩০/৪০ জন যাত্রী। পথিমধ্যে বিকেল ৪টার দিকে সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জ এলাকায় পৌঁছালে মেঘনার ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। সেদিন ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর শুক্রবার ৬ জন ও শনিবার একজনের লাশ উদ্ধার করেন ডুবুরিরা।
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল, ২০১৭/মাহবুব