সারা দেশে মত চট্টগ্রামেও শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে ৯শ’ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এবার চট্টগ্রামের ২৩৮টি কলেজের শিক্ষার্থীরা চট্টগ্রাম জেলা, মহানগরী, কক্সবাজার এবং তিন পাবর্ত্য জেলার ৯৮ কেন্দ্রে রবিবার একযোগে পরীক্ষা শুরু হয়।
চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে বাংলা এবার মোট ৬৯ হাজার ৭৩ জন পরীক্ষার্থী নিবন্ধন করেন। কিন্তু পরীক্ষায় অংশ নিয়েছেন ৬৮ হাজার ১’শ ৭৩ জন। যার মধ্যে চট্টগ্রাম জেলা ও নগরীর ৬১টি কেন্দ্রে ৬’শ ৫৩ জন, রাঙামাটি জেলার ১০ টি কেন্দ্রে ৪১ জন, খাগড়াছড়ি জেলার ৯ টি কেন্দ্রে ৭৮ জন, কক্সবাজারের ১৪ কেন্দ্রে ১’শ ৮ জন এবং বান্দরবান জেলার ৪টি কেন্দ্রের ২০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বলেন, প্রথম দিন সুষ্ঠ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৯৮ টি কেন্দ্র পরিদর্শনে ৪০টি সাধারণ ভিজিল্যান্স টিমের পাশাপাশি ১০টি বিশেষ ভিজিল্যান্স টিম দায়িত্ব পালন করেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন