কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার অপহরণ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১০ অক্টোবর ধার্য করেছেন আদালত। রবিবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মোহাম্মদপুর জোনাল টিমের পুলিশ পরিদর্শক মাহবুবুল হক প্রতিবেদন দাখিল করতে পারেননি।
এজন্য ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ১০ অক্টোবর ঠিক করেন।
উল্লেখ্য, গত ৩ জুলাই ভোরে রাজধানীর শ্যামলী রিং রোডের বাসা থেকে বের হওয়ার পর ফরহাদ মজহার 'অপহৃত' হয়েছেন বলে অভিযোগ করে তার পরিবার। এরপর আদাবর থানায় এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করলে অনুসন্ধানে নামে পুলিশ। টানা ১৮ ঘণ্টা 'নিখোঁজ' থাকার পর ওই দিন রাতেই ফরহাদ মজহারকে যশোরের নোয়াপাড়া থেকে উদ্ধার করে র্যাব। পরে ফরহাদ মজহার নিখোঁজ বিষয়ে তার স্ত্রী করা জিডি মামলা আকারে নেওয়া হয়। এতে ভিকটিম হিসেবে ফরহাদ মজহার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি শেষে নিজ জিম্মায় বাসায় ফেরার অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেন।
বিডি-প্রতিদিন/১০ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ