বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১০ম কারামুক্তি দিবস উপলক্ষ্যে বরিশাল মহানগর বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১২টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার জিয়া, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক, মনিরুল আহসান ও সহকারী সম্পাদক আনোয়ারুল হক তারিন প্রমুখ।
আলোচনা সভা শেষে বেগম জিয়ার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/১০ সেপ্টেম্বর ২০১৭/হিমেল