রাজশাহীর চারঘাটে রহস্যজনক ভাবে চতুর্থ শ্রেণীর এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের ২২ দিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি স্কুলছাত্র তারিক হোসেনের (১৩)। অনেক খোঁজাখুঁজির পরেও সন্ধান না পাওয়ায় গত ৫ সেপ্টেম্বর তার মামা মাজদার রহমান চারঘাট মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।
থানায় করা সাধারণ ডায়েরি থেকে জানা যায়, তারিক হোসেনের বয়স যখন মাত্র ৩ বছর তখন তার মা সালেহা বেগমের সঙ্গে পিতা রাকিবুল ইসলামের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর তারিক হোসেন তার মামা মাজদার রহমানের কাছেই থাকতো। গত ১৯ আগস্ট স্কুলছাত্র তারিক হোসেন গোপালপুর গ্রামের মামা মাজদার রহমানের বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হলেও আর বাড়িতে ফেরেনি।
মাজদার রহমান জানান, স্কুল যাওয়ার জন্য তার ভাগিনা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ২২ দিন ধরে তাকে বিভিন্ন জায়গায় খুঁজেছেন, কিন্তু পাননি।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করার পর বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। স্কুলছাত্রকে উদ্ধারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/১০ আগস্ট, ২০১৭/মাহবুব