ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক তথা চট্টগ্রামের মিরসরাই জোরারগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রান্তিক নামের পরিবহনের গাড়ি চালক নিহত হয়েছেন। এসময় একই গাড়িতে থাকা আরো ১৫ যাত্রী আহত হয়েছেন। মিরসরাই থেকে দুর্ঘটনায় আহত একই পরিবারের তিনজনকে জরুরি বিভাগে আনা হয়েছে। আহতরা হলো- রফিক আহমদ (৭০), রাহেলা বেগম (৬২) ও বেলাল হোসেন (৫২)।
এর মধ্যে রাহেলাকে ২৮ নম্বর ওয়ার্ড এবং বাকি দুই জনকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জোরাগঞ্জে বিএসআরএম এর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিউল ইসলাম বলেন, চট্টগ্রাম অভিমুখি প্রান্তিক পরিবহণের একটি বাস মহাসড়কের ওই স্থানে এসে বিএসআরএম ফ্যাক্টরিতে ঢোকার সময় একটি একটি রড়বাহী কন্টেইনারের মাঝ বরাবর আঘাত করে। ঘটনাস্থলেই বাসটির চালক নিহত হন। বাসের আরও ১৫ যাত্রী আহত হন। আহতরা মিরসরাইয় ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন আছে। তবে গাড়ির চালকের নাম জানা যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার