ঢাকার কেরানীগঞ্জে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মনির নামে একজন নিহত হয়েছেন। র্যাবের দাবি, মনির মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী এবং সিক্সটি ফাইভ নামে খ্যাত।
বুধবার ভোরে কেরানীগঞ্জ মডেল থানাধীন আটি ভাওয়াল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানান র্যাব-২ সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।
তিনি বলেন, সংঘবদ্ধ একটি ডাকাতদল কেরানীগঞ্জের আটি ভাওয়াল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে র্যাবের একটি টিম ওই এলাকায় অভিযানে যায়। এসময় ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। দু’পক্ষের গুলি বিনিময়ের একপর্যায়ে মনির গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
র্যাব জানায়, মনির মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী, সে "সিক্সটি ফাইভ মনির" নামে পরিচিত। তার বিরুদ্ধে থানায় ডাকাতি ও অস্ত্রসহ ১০টির বেশি মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/০১ আগস্ট, ২০১৮/মাহবুব