বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় টানা চারদিন ধরে সড়ক অবরোধ করে রেখেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।
ঘাতক বাসচালকের ফাঁসিসহ ৯ দফা দাবিতে আন্দোলনের ভয়ে রাজধানী থেকে বাস সরিয়ে নিয়েছেন পরিবহন মালিকরা। এতে দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ অফিসগামী যাত্রীরা।
বুধবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় গণপরিবহনের ব্যাপক সঙ্কট লক্ষ্য করা গেছে।
মিরপুর-১, মিরপুর-১০, পল্লবী, মিরপুর-১২, কালশী, ইসিবি চত্ত্বর, বিশ্বরোড, কুড়িল, মহাখালী, বিজয় সরণি, উত্তরা, ফার্মগেট, শ্যামলী, পুরানো ঢাকারা যাত্রাবাড়ী এবং সায়দাবাদ এলাকা ঘুরে দেখা যায়, হাজার হাজার মানুষ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। বিক্ষোভে সড়ক আটকে থাকায় রাজধানীবাসীর চলাচল যেমন থমকে গেছে, তেমনি পথে পথে ভোগান্তি পোহাতে হচ্ছে।
প্রসঙ্গত, রবিবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে সজীব এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মিম নিহত হন। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন।
পথচারীরা সঙ্গে সঙ্গে আহতদের নিকটস্থ কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে ভর্তি করা হয়।
বিডি প্রতিদিন/০১ আগস্ট ২০১৮/আরাফাত