রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে গাজীপুরের টঙ্গী কলেজগেইট এলাকায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
আজ সকাল ১০টা থেকে টঙ্গী সরকারী কলেজ, টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ এবং টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে। এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে শিক্ষার্থীরা রাজধানীর উত্তরার দিকে পায়ে হেটে রওয়ানা দেয়। এক ঘণ্টা পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয়। অপর দিকে জেলার কোনাবাড়ি এলাকায়ও ছাত্ররা একই কর্মসূচি পালন করে।
বিডি প্রতিদিন/১ আগস্ট ২০১৮/হিমেল